বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে রোববার (৩০ নভেম্বর) দারুল উলুম ফোর্ডস্কোয়ার কনফারেন্স হলে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এবং পরিচালনা করেন শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।
প্রশিক্ষণ সভায় দারসুল কুরআন পেশ করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।
বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।
প্রশিক্ষণ সভায় আরও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলানা আবুল কালাম আজাদ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া,হাফিজ শহীর উদ্দিন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শাখার বাছাইকৃত দায়িত্বশীলগণ।
প্রশিক্ষণ সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য হচ্ছে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং আনুগত্যশীল, সুশৃঙ্খল কর্মীবাহিনী তৈরি করা।
আনুগত্যশীল, সুশৃঙ্খল কর্মীবাহিনী তৈরি করতে প্রশিক্ষণের বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যেক জনশক্তিকে প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ করে গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা অর্জন, আমল ও দাওয়াতি তৎপরতা আরও মনোনিবেশ করার আহ্বান জানান।
এলএইস/