সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সভা গাজীপুরে একদিনে ৩ স্থানে আগুন, পুড়ল গোডাউন ও বাড়িঘর ‘নির্বাচনে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে এর দায় নিতে হবে’ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে : মির্জা ফখরুল বরিশালে আট দলের সমাবেশে ১০ লাখ লোক উপস্থিতির টার্গেট কড়াইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফ করেছে আশা খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে এলো বিদেশি মেডিকেল টিম নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল জোড় ইজতেমায় তাবলিগের আরেক সাথীর ইন্তেকাল ‘তারেক রহমান এখনো ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন’

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের মানুষ এ সুযোগটি গ্রহণ করে তাদের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন। সে পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক চড়াই–উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্ত ত্যাগ, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। এই গণঅভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার সুযোগ আসছে।

তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে। এর মধ্য দিয়ে আমরা সংস্কারের সনদ স্বাক্ষর করেছি। দেশে এখন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সেইভাবেই প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এ সুযোগটি গ্রহণ করে তাদের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন। সে পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের সমস্ত অভিজ্ঞতা থেকে অন্তত এটুকু বলতে পারি, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই দেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সারাদেশের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া চাইছেন। আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তা’আলা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে নিয়ে আসেন। দেশের জন্য কাজ করার সুযোগ দেন।

বেগম খালেদার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তার মেডিক্যালের বিষয়গুলো ডা. জাহিদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশী-বিদেশী সমস্ত চিকিৎসকদের যুক্ত রেখেই তারা চিকিৎসা কাজটি করছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ