শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়ার মেহফিল কনভেনশন হলে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর-এর কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ যাদের কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা প্রদান করা হচ্ছে, তাদের প্রতিভা নিঃসন্দেহে অনুকরণীয়। তবে এখানেই আত্মতৃপ্তিতে থেমে থাকা সমীচীন নয়। প্রত্যেকেরই একাডেমিক ক্ষেত্রে আরও উন্নত অবস্থানে পৌঁছানোর সুবর্ণ সুযোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের কমিউনিকেশন স্কিলকে শক্তিশালী করতে হবে। সমাজে নেতৃত্ব দেওয়া, নিজেকে উপস্থাপন করা এবং নীতিনির্ধারণী ভূমিকা পালনের জন্য যে গুণাবলি প্রয়োজন—তা ব্যক্তিত্বে গড়ে তুলতে হবে। যেন আমরা শুধু স্থানীয় পর্যায়েই নয়, বৈশ্বিক অঙ্গনেও প্রতিযোগিতার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা–১৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা নূর মোহাম্মদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুদাররিস মুফতি সাঈদ আহমদ, ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এইচ এম খোকন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুক, বিশিষ্ট দাঈ ও ইসলামী আইন বিশেষজ্ঞ মুফতি মাহবুবুর রহমান বিন নূরী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জারীর আহমদসহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এলএইস/