শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :

নতুন সভাপতি পেল জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট আলেমে দীন ও ফকীহ মুফতি মিজানুর রহমান সাঈদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাইয়ে চলমান অগ্রহায়ণের মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নতুন সভাপতির নাম ঘোষণা করেন।

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ছিলেন মাওলানা নুরুল হুদা ফয়েজী। তিনি গত ১১ নভেম্বর ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। সেই পদে কে আসছেন এটা নিয়ে নানা গুঞ্জন ছিল। অবশেষে মাওলানা মিজানুর রহমান সাঈদকে বেছে নিলেন পীর সাহেব চরমোনাই। এই সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ আলেম মুফতি রেজাউল কারীম আবরার।

মুফতি মিজানুর রহমান সাঈদ জামিয়া দীর্ঘদিন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি আল-মাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, উত্তরা, ঢাকার শাইখুল হাদিস ছাড়াও বিভিন্ন দীনি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ