বিয়ানীবাজার যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ উপজেলার শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে পৌরসভার দিঘিরপার ইসলাম কনভেনশন হলে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন,আমি রাজনীতিতে এসেছি মানুষের কল্যাণে কাজ করতে। ক্ষমতা ভোগ বা প্রতিহিংসার রাজনীতি আমার উদ্দেশ্য নয়। জনগণের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের সহযোগিতা পেলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী,উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান,উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান আহমদ প্রমূখ।
কর্মী সভায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এলএইস/