সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, জামায়াতে ইসলামী একটি “শিরককারী” ও “ধর্ম ব্যবসায়ী” দল—যাদের তিনি টেরোরিস্ট বলে অভিহিত করেছেন। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, সাধারণ মানুষ তাদের ভুলভাবে বোঝে; তারা মনে করে জামায়াতে ইসলাম ধর্ম নিয়ে শান্তির কাজ করছে, কিন্তু বাস্তবে তা না।
নীলা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই জামায়াতকে ভালোভাবে চিনতেন—তাই তাদের নিষিদ্ধ করে রেখেছিলেন। তখন তিনি এটি ঠিক না মনে করেছিলেন এবং ভাবেছিলেন, “একটা দলকে কেন নিষিদ্ধ করা হবে? তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে।” এখন তিনি বলেন, তিনি এখন পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারছেন কেন শেখ হাসিনা তাদের এতদিন নিষিদ্ধ রেখেছিলেন।
নীলা ইসরাফিল দাবি করেন, জামায়াতে ইসলামী ধর্মীয় ভিত্তিতে সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি বলেন, “বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ—এখানে সকল ধর্ম-গোত্র মিলেমিশে আছে; আমরা সবাই ভাই-বোন। সেই সহমর্মিতায় যারা বিভ্রান্তি ছড়াতে চায় তাদের মোনাফেক বলা যেতে পারে।”
আগ্রাসী কণ্ঠে নীলা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার বিপন্ন হবে—তাদের দাবি, “বাউল শিল্পীকে হেনস্থা করা, নারীদের ওপেন মাঠে নাড়ানো—এসব কিছুই অপ্রত্যাশিত নয়”। তিনি প্রশ্নও তুলেন, “ড. ইউনুস কি বসে বসে জামায়াতকে লাইসেন্স দিয়ে দিয়েছেন, প্রতিটি স্থানে মব সৃষ্টি করার?”
এনএইচ/