বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াহ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বাদ জোহর শাখা ও উপশাখার দায়িত্বশীলদের নিয়ে গোহাইল রোড আল মাদরাসাতুল দারুল কুরআন মাদরাসায় এই তারবিয়াহ অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা খাদেমুল ইসলামের সভাপতিত্বে দায়িত্বশীল তারবিয়াহ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমিন।
এছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার দায়িত্বশীলবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহফুজ আলম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা গোলাম রব্বানী, সহ- প্রচার সম্পাদক মো. আল মাহমুদ, সহ- প্রশিক্ষণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর রহিম, অফিস সম্পাদক মো. আব্দুর রহিম প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এলএইস/