সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭


দেশবাসী ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, জনগণের সামনে এখন পরিবর্তনের সুযোগ এসেছে। ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থপাচারের রাজনীতি বন্ধ হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের শ্রমজীবী মানুষের ঘামে অর্জিত অর্থ বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ বানানোদের আর ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে বরগুনার মানুষ ইসলামকে সম্মানিত করে আসছে—এবার তারা ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন ওলি উল্লাহ।

সভায় বক্তারা বলেন, দেশের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সামনে পাঁচ দফা দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। এসব দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট ব্যবস্থা, পিআর পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচার।

এসময় মঞ্চে ঐক্য জোটের ৮টি ইসলামি দলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ