আজ সকাল দশটায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসীবাদের শাসনামলে ভয়াবহ ফ্যাসীবাদী চক্রের কবলে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার—সবকিছুই বারবার পদদলিত হয়েছে। বিরোধী মতের দমন, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে শাসন চালানো হয়েছে। এই অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হলে ফ্যাসীবাদের বিষদাঁত উপড়ে ফেলা অপরিহার্য।”
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ বলেন, জাতিকে বিভক্ত করে শাসনের যে নীতি চলছে, তা রাষ্ট্র ও সমাজকে দুর্বল করছে। এই সংকট থেকে উত্তরণে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্যগড়ে তুলতে হবে। ইসলামপ্রিয় জনতা, সকল রাজনৈতিক শক্তি ও সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব দেশে একটি ইনসাফভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
তাঁরা বলেন, নেজামে ইসলাম পার্টি মনে করে, একটি নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে জনগণের অধিকার, ন্যায়ের শাসন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয় ঐক্য আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উক্ত সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠন এর নায়েবে আমীর মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও ডা. মাওলানা ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা মোজাম্মেল তালুকদার, সহকারী অর্থ সচিব জনাব আনওয়ারুল কবীর, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট নিজাম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সচিব মাওলানা এরশাদ বিন জালাল, প্রশিক্ষণ সচিব মাওলানা শরিফুর রহমান, ময়মনসিংহ মহানগর আমীর ড. উমর ফারুক, সাধারণ সম্পাদক ড. মাওলানা সাইফুল মালেক, মাওলানা আনওয়ার রব্বানী, নরসিংদী জেলা আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আলি হোসাইনরাগুবী, শ্রমিক সমাজ সভাপতি মুফতী ওয়াহিদুজ্জামান ফরিদপুরী, পল্টন জোনের আমীর মাওলানা এহতেশামুল হক সাখী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী ও ছাত্রসমাজের সভাপতি মাওলানা বি এম আমীর জেহাদী প্রমূখ।
আরএইচ/