সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৭


শুধু পক্ষের যুক্তি নয়, বিপক্ষের যুক্তিও বুঝুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক

চব্বিশের জুলাই-বিপ্লব পরবর্তী বাংলাদেশে আগামীর রাজনৈতিক  বন্দোবস্ত কেমন হবে, কেমন বাংলাদেশ আমরা সবাই দেখতে চাই, বিষয়গুলো নিয়ে প্রক্রিয়াগত মতবিরোধ আছে খোদ জুলাই বিপ্লবের অংশীজনদের মধ্যেই এবং এই থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

আমরা আমাদের মত করে চিন্তা করছি, পরামর্শ করছি। অন্য সবাই আমাদের মত করেই চিন্তা করবে, এমনটা ভাবা ঠিক নয়।

জুলাই-সনদের আইনী ভিত্তি প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় কর্মপন্থা নিয়েও মতপার্থক্য আছে। আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও নানারকম মত। নানা রকম চিন্তা।

চিন্তা যেমন ভিন্ন ভিন্ন, যুক্তি-প্রমাণও তেমন ভিন্ন ভিন্ন। আমরা সবাই শুধু নিজেদের যুক্তিটাই বুঝতে ও বুঝাতে চাই। অন্যদের যুক্তি বুঝতে আমাদের কেন যেন অনেক কার্পণ্য। অথচ অন্যের যুক্তি গভীর মনোযোগ দিয়ে ও আন্তরিকভাবে বোঝার চেষ্টা করা উচিত।

আসুন, যতটা জোর দিয়ে নিজের যুক্তি আমরা অন্যকে বোঝাতে চাই, তার চেয়েও বেশি জোর দিয়ে অন্যের যুক্তি নিজেকে বোঝানোর চেষ্টা করি।

আলোচনা-সমালোচনা তর্ক-বিতর্ক যাই হোক তা যেন অন্যের সম্মান রক্ষা করে হয়। বিতর্কের ক্ষেত্রে পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতে পারে, কিন্তু কাউকে হেয় প্রতিপন্ন করার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।

দায়িত্বশীল হিসেবে আমি বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠনসমূহ যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের সকল পর্যায়ের কর্মী-দায়িত্বশীলদেরকে সতর্ক থাকার কঠোর নির্দেশনা প্রদান করছি। ব্যত্যয় ঘটলে ইনশাআল্লাহ অবশ্যই জবাবদিহি করতে হবে।

লেখক: আমির, বাংলাদেশ খেলাফত মজলিস

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ