বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুব আশরাফীর সমর্থনে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শোডাউনটি গাজীপুরের শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে টঙ্গী, কলেজগেইট, বোর্ড বাজার, বাইপাস, নাওজোড় ও চৌরাস্তা হয়ে শিমুলতলী এলাকায় এসে শেষ হয়। পুরো রুটজুড়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা রিকশা মার্কার পক্ষে শ্লোগান দিতে দিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা ওমর ফারুক নোমানী, মাওলানা সাদিকুর রহমান হবিগঞ্জী, সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোরশেদ কামাল, চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক
বেলাল মাহমুদী, নির্বাহী সদস্য মাওলানা খুরশিদ আলম, মাওলানা আনোয়ার হোসাইন, জনাব আশরাফ সাকী, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আব্দুস সালাম সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, রিকশা মার্কার বিজয় নিশ্চিত করতে জনগণের ঢল নেমে এসেছে। আগামী নির্বাচনে গাজীপুর-২ আসন হবে বাংলাদেশ খেলাফত মজলিসের শক্ত ঘাঁটি।
এলএইস/