আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রুপসা দিঘলিয়া তেরখাদা ) আসনে ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ কে বিজয়ী করার লক্ষে এই আসনের তিনটি উপজেলার ওয়ার্ডের পাড়া মহল্লায় পর্যন্ত হাতপাখা প্রতীকের ব্যাপক প্রচারণা, গণসংযোগ, লিফলেট বিতরণ এবং উঠান বৈঠকের মত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।
ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩ টায় দিঘলিয়া উপজেলার ৩ নং ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রশিদের পরিচালনায় তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন মোঃ নুরুল হুদা সাজু, মাওলানা আসাদুল্লাহ হামিদী,মোঃ রফিকুল ইসলাম ইসকান্দার, মোঃ মুহিবুল্লাহ, মুফতি ফজলুল হক ফাহাদ, মাস্টার জাফর সাদেক, ডাক্তার শহিদুল ইসলাম, ডাক্তার মফিজুল ইসলাম, মোহাম্মদ সাদুল্লাহ,মাও মাসুম বিল্লাহ, আল আমিন, আঃ হালিম,মুফতী মিজানুর রহমান, মাও ইমরান আলী, মোঃ জাহিদুল ইসলাম, ফরহাদ মোল্লা, নাসরুল্লাহ হুসাইন, রাতুল ইসলাম, প্রমুখ।
এলএইস/