মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার বিভিন্ন হাট-বাজারে রিক্সা প্রতীকের পক্ষে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। এতে জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। মঙ্গলবার বিকেলে বাদ আসর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া বটতলা মসজিদ থেকে শুরু করে ব্র্যাকের মোড় ঘুরে চৌকিঘাটা হাট পর্যন্ত এ গণসংযোগ করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাওলানা মিজানুর রহমান মোল্লাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ কারণে, মিজানুর রহমান মোল্লার পক্ষে ভোটারদের দ্বারপ্রান্তে পৌঁছে রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন দলটির নেতা-কর্মীরা।
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালী উল্লাহ, পৌর শাখার সভাপতি হাফেজ, ক্বারী বাচ্চু মোল্লা, সহ-সভাপতি ইমারত হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতি জিসান, সাংগঠনিক সম্পাদক মিতু মুন্সী, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম মাতুব্বর, তুজারপুর ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম, হাফেজ মাও. মোশাররফ হাফেজ ক্বারী আবুল হাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালী উল্লাহ আওয়ার ইসলাম এর এ প্রতিনিধিকে বলেন,"নেতা-কর্মীদের নিয়ে আমরা উপজেলার পৌরসদরের ৫নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় (ভোটারদের) মানুষের সাথে মত বিনিময় ও গণসংযোগ করলাম। তারা (ভোটারগণ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক মুখ, ইসলামিক দল দেখতে চান।
তিনি আরও বলেন, "আমাদের সাথে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো, সেই লক্ষেই আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের তথা জনাব মাওলানা মিজানুর রহমান মোল্লার রিক্সা প্রতীকের কাজ করে যাচ্ছি। জয় আমাদের হবেই, ইনশা আল্লাহ।"
এলএইস/