সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ বৃহস্পতিবার, জরুরি প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুরে নির্বাহী সদস্যদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাহফুজুল হক।

সভায় আগামী ২০ নভেম্বরের জাতীয় উলামা সম্মেলনকে সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সম্মেলনকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়। জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের জাতীয় পরিষদের তালিকাও সভায় উপস্থাপন করা হয় এবং তা নিয়ে চূড়ান্ত পর্যালোচনা সম্পন্ন হয়।

বক্তারা বলেন, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ নেতৃত্ব ও জনমতের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান দেশের ধর্মীয় অঙ্গনে নতুন অধ্যায় সূচনা করবে। এজন্য মাঠপর্যায়ের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন—মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা শাহেদ জহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা নুরুজ্জামান, মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মাওলানা এহসানুল হক, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা জুনাইদ হাবীব, মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ