সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭


নির্বাচন কমিশনকে বাংলাদেশ খেলাফত মজলিসের ৮ দফা প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে মতবিনিময়ে অংশগ্রহণ করে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।

মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে লিখিত ও মৌখিক প্রস্তাবনা উপস্থাপন করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। উক্ত প্রস্তাবনায় ছিল—
১. নির্বাচনের তফসিল ঘোষণার পর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রশাসনিক কর্মকর্তাদের পদায়ণ ও প্রয়োজনে বদলি নিশ্চিত করা; এ ক্ষেত্রে সৎ, যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগকে অগ্রাধিকার দেওয়া।
২. প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের ১ দিন আগে থেকে ভোটের ৩ দিন পর পর্যন্ত সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা।
৩. নির্বাচনের পূর্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
৪. নির্বাচনে কালো টাকার অবাধ ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৫. প্রতিটি ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে (বুথ ব্যতীত) সিসিটিভির আওতায় রাখা।
৬. নির্বাচনী প্রচারণায় প্রত্যেক প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করা।
৭. নির্বাচন কমিশন ঘোষিত ব্যয়সীমার যথাযথ মনিটরিং নিশ্চিত করা।
৮. সামাজিক যোগাযোগমাধ্যমে এআইসহ যেকোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ