রুপসা উপজেলায় ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৩-টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা এর সভাপতি হাঃ নাসিরুল্লাহ হুসাইনের নেতৃত্বে, ২ নং শ্রীফলতলা ইউনিয়নের, পালের বাজার, ইউনিয়ন পরিষদ বাজার, জোয়ার হাট, পথের বাজার, এবং আব্দুলের মোড়,পোলেরহাট,বউ বাজারের, হাত পাখার গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন শেখ মোহাঃ ইউসুফ আলী, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, মাওঃ আব্দুস সাত্তার হালদার, মাওলানা হারুন অর রশিদ, ফরহাদ মোল্লা, জামাল সরদার,হোসেন আলী মল্লিক, রাতুল ইসলাম, লালচান,ফয়জুল্লাহ, হাফেজ আল আমিন, হাফেজ মাহমুদ হাসান মুরাদ, প্রমুখ।
এলএইস/