ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, আল্লাহভীরু মানুষকে দিয়ে অপরাধ সংঘটিত করা সম্ভব নয়। সঠিক ধর্মীয় শিক্ষা থাকলে তার দ্বারা অপরাধ সংঘটিত হবে না, তার মধ্যে ভয় থাকবে যে, আল্লাহ দেখছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর পশ্চিম রামপুরায় শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। আগামী দিনে আমরা সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করবো। এই সমাজ থেকে সকল অপরাধ দূর করার পক্ষে লড়াই করে যাবো। এই দেশে গুম-খুন-হত্যা এসব অপসংস্কৃতিকে আর স্থান দেওয়া যাবে না।
বিএনপি প্রতিষ্ঠাতার প্রসঙ্গ টেনে ড. এম এ কাইয়ুম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন ইসলামিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে। ১৯৭৭ সালে তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির-রহমানির রহিম’, ‘দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে’ ও ‘সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’- এই কথাগুলো অন্তর্ভুক্ত করেছেন।
ধর্মীয় শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, ধর্মীয় শিক্ষা একটি দেশ ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র আইন প্রয়োগ করে একটি দেশ বা সমাজ থেকে অন্যায়-অত্যাচার-জুলুম দূর করা যায় না। আইন প্রয়োগ করে শুধু অপরাধ কমানো যায়, কিন্তু বন্ধ করা যায় না। তাই প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা। কারণ, সঠিক ধর্মীয় শিক্ষা থাকলে তার দ্বারা অপরাধ সংঘটিত হবে না, তারা মধ্যে ভয় থাকবে- যে আল্লাহ্ দেখছেন।
এই দেশে ধর্ম চর্চা বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এই দেশে যেভাবে ধর্মীয় চর্চা অবরুদ্ধ করে রেখেছিলো তা আর করতে দেওয়া হবে না। মাদরাসা থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক শিক্ষাদানের মাধ্যমেই এই দেশে থেকে অপরাধ বিতাড়িত করতে হবে। ছাত্রছাত্রীদের ইসলামের মূল শিক্ষায় শিক্ষিত হতে হবে। আগামীতে প্রাইমারি শিক্ষায় আরো সুন্দরভাবে ধর্ম চর্চার সুযোগ করে দেওয়া হবে, ইনশাআল্লাহ্।
এলএইস/