রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা হাসিনার পতনের পেছনে আল্লাহর গজব দেখছেন কাদের সিদ্দিকী মধুপুর মাদরাসায় বুখারির দরস দিলেন মাওলানা ফজলুর রহমান

জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীতে এক সুধী সমাবেশের আয়োজন করেছে। ওইদিন সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে (আগারগাঁও, ঢাকা) এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে বক্তব্য দেবেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমির মাওলানা ফজলুর রহমান। সভাপতিত্ব করবেন দলের সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

দলের সিনিয়র সহ-সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী জানান, সুধী সমাবেশে দলের উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ, মজলিসে আমেলার সদস্যবৃন্দ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রাপ্ত সকল প্রার্থী, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সদস্যবৃন্দ, থানা কমিটির সদস্যবৃন্দ এবং যুব জমিয়ত, ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণকে দাওয়াত দেওয়া যাচ্ছে।

এক বার্তায় বলা হয়, যারা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে যাবেন তারা মাগরিবের নামাজ আদায় করবেন গুলশান এক নম্বরের আজাদ মসজিদে। সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকার মেহমানকে নিয়ে হলে যাবেন। বাকিরা মাগরিবের নামাজ আদায় করবেন মৈত্রী সন্মেলন কেন্দ্রে। নামাজ শেষে গেইট থেকে হল পর্যন্ত দুই দিকে সারিবদ্ধভাবে দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে মেহমানের জন্য অপেক্ষা করবেন। খুবই শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলার স্বার্থে মুসাফাহার জন্য হাত না বাড়ানোই উত্তম হবে।

সুধী সমাবেশে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, রিপোর্টারবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীগণও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ