খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, একটি সফল ইসলামি বিপ্লবের জন্য সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। তিনি বলেন, খেলাফত মজলিস অন্য দশটা সংগঠনের মতো নয়। এ সংগঠন জন্মলগ্ন থেকে আলেম উলামা, দ্বীনদার বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরেরর মানুষদের নিয়ে কাজ করছে। কোন নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে এ সংগঠনের কাজ সীমাবদ্ধ নয়। তিনি সংগঠন সম্প্রসারণের লক্ষ্যে একটি সুষ্ঠু পরিকল্পনার আলোকে দাওয়াতি কার্যক্রম আরো বেগবান করতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের বার্মিংহামস্থ আস্টন দারুসসুন্নাহ হলরুমে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার নির্বাহী ও দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব সৈয়দ কবির আহমদ, আলহাজ্ব খছরু খান, সহ সাধারণ সম্পাদক ও বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, শায়খ মুহাম্মদ মনির, হাফেজ মাওলানা শাহেদ আহমদ সৈয়দ মইনুদ্দিন ইকবাল, সৈয়দ মুহাম্মদ আলী, আলহাজ্ব আব্দুস শহীদ, হাফেজ মাওলানা শাফিউল ইসলাম, মুহাম্মদ মুহসিন চৌধুরী, আলহাজ্ব তারেক রাজা চৌধুরী, মুহাম্মদ সায়েদ আলী প্রমুখ।
এলএইস/