ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। পরে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন হাফিজ ইব্রাহীম।
গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকৃতদের উদ্দেশে হাফিজ ইব্রাহীম বলেন, ‘যারা জামায়াতের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের নেতাকর্মীদের সঙ্গে সমমর্যাদা ভোগ করবেন। এলাকায় যদি কেউ আপনাদের কথা না শোনে তাহলে আমাকে ফোন করবেন, আমি বিষয়টি দেখব।’
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আজম প্রমুখ।
অন্যদিকে ৩০ জন নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মো. মাকসুদুর রহমান ও সেক্রেটারি মো. আবুল কালামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোরহানউদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩০ জন বিএনপিতে যোগদান করেছে মর্মে যে বিষয়টি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একটি মহল জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে অসত্য সংবাদ প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। সংবাদে প্রচারিত তথাকথিত মাওলানা আবুল ফয়েজ, আব্দুল করিম, আলমগীর, মোতাহার ও তাদের সহযোগীরা কেউ বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কোনো পর্যায়ের জনশক্তি নন।
এনএইচ/