আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। আজই নভেম্বর দলটির মনোনয়ন ফর্ম বিক্রি শেষ হচ্ছে বলে জানানো হয়েছিল।
ফর্ম কেনার সময় হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, তার মনোনয়ন কেনার মাধ্যমে কুমিল্লার দেবীদ্বার আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়েছে।
ইতিমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।
এলএইস/