বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ।। ২৭ কার্তিক ১৪৩২ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭


১৮ নভেম্বর জমিয়তের সুধী সমাবেশ সফল করার আহ্বান মাওলানা ইউসুফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ, বিরোধী দলীয় নেতা, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমানের আগমন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাদ আসর জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হেদায়াতুল ইসলাম, মাওলানা শরীফ মোঃ ইয়াহইয়া, মাওলানা সলিমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিনয়ামিন, প্রচার সম্পাদক মাওলানা সলিমুল্লাহ হানাফী,অথ সম্পাদক মাওলানা আবুল বাশার, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা শফিউল হাসান ওয়াইসী, মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা বুরহান উদ্দিন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ