বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ।। ২৬ কার্তিক ১৪৩২ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায় পলাতক নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না: নুর দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মুফতি সালমান আহমাদের শোক ৮ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত ‘মাওলানা ফয়েজী জীবনভর কুরআনের খেদমতে নিবেদিত ছিলেন’ আ.লীগের মামলা তুলে নেওয়ার বক্তব্যে তোপের মুখে ফখরুলের ব্যাখ্যা মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীর শোক চট্টগ্রামের শুলকবহর জামিয়ার মাহফিল ১৩ ও ১৪ নভেম্বর মৌলভীবাজারে ‘তরুণ প্রজন্মের দিশারী’ বইয়ের মোড়ক উন্মোচন

যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে দুই শ্রেণির মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এক শ্রেণির আমরা যারা দেশপ্রেমিক, আরেক শ্রেণি হলো ক্ষমতাপ্রেমী। আ. লীগ সরকার দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতাপ্রেমী। তারা কিন্তু একপর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আছে।

এসময় প্রশ্ন রেখে তিনি বলেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁছ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে আপনারা একমত পোষণ করেছেন। সেখানে গণভোটে এত গড়িমসি কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদে আমাদের পোড়াচ্ছেন- আর কত রাস্তায় নামতে হবে?

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, এরপর আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো, আপনি গণভোট নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। আমাদের ওই পথে আপনারা হাঁটাবেন না। আমরাও ওই পথে হাঁটতে চাই না। আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি। এরপরও যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কিন্তু পরে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ