মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ।। ২৬ কার্তিক ১৪৩২ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন তারা পালাবেন কোথায় পলাতক নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না: নুর দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মুফতি সালমান আহমাদের শোক ৮ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সিদ্ধান্ত ‘মাওলানা ফয়েজী জীবনভর কুরআনের খেদমতে নিবেদিত ছিলেন’ আ.লীগের মামলা তুলে নেওয়ার বক্তব্যে তোপের মুখে ফখরুলের ব্যাখ্যা মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীর শোক চট্টগ্রামের শুলকবহর জামিয়ার মাহফিল ১৩ ও ১৪ নভেম্বর মৌলভীবাজারে ‘তরুণ প্রজন্মের দিশারী’ বইয়ের মোড়ক উন্মোচন

পলাতক নেতাদের কথায় রাস্তায় নেমে পরিবারকে অনিরাপদ করবেন না: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার হাতে ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেপ্তার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না। 

সোমবার (১০ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। 

তিনি লিখেছেন, ‘কি দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোস/মাস্ক পড়ে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর! আ.লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতা-কর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।’

নুর লিখেছেন, পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই, আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামীলীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। 

তিনি আরও লিখেন, মরা লাশের পিছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সাথে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়বো। যেখানে কোন ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ