মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ।। ২৬ কার্তিক ১৪৩২ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপির আসল উদ্দেশ্য জনগণ বুঝে গেছে: পীর সাহেব চরমোনাই আ.লীগের সব মামলা তুলে নেওয়া হবে, ঘোষণা বিএনপি মহাসচিবের এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২ মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী আর নেই খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান নূরানী তালীমুল কুরআন বোর্ডের জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের আগে কিছু হতে দেওয়া হবে না: ইবনে শাইখুল হাদিস এবারের হজ ছিল ৫০ বছরের মধ্যে সেরা: সৌদি আরব ক্ষমতায় গেলে নারীদের সম্মানিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান আগামীর সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে ইমাম-ওলামাদের ভূমিকা অপরিসীম: মাওলানা আব্দুল আউয়াল

জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের আগে কিছু হতে দেওয়া হবে না: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটের আগে কোনো কিছু হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জুলাই সনদ আমরা কোনো কাগুজে সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত আট ইসলামী দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই মনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। এর ব্যত্যয় হয়ে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না।

ইবনে শাইখুল হাদিস বলেন, আমি জানি না, জাতীয় নির্বাচনের আগে একটি পক্ষ কেন জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে না। গণভোট হলে কার কী সমস্যা? জুলাই সনদের গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হতে থাকে, যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় সেখানে অনেক জটিলতা সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে? কীভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনি মেনফেস্ট তৈরি করবে? দলগুলো জাতীর সামনে তারা তাদের একশ প্রার্থীর তালিকা কিভাবে প্রকাশ করবে? এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই। যারা জাতীয় সংসদের আগে জুলাই সনদের গণভোটের বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যা জানতে চাই। তাদের কাছে কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়।

মাওলানা মামুনুল বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত, একভাগ বাহাত্তরের বাকশালপন্থী, আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ প্রতিটি রাজনৈতিক পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। হয় আপনি জুলাইয়ের পক্ষপাতি, আর না হয় বাহাত্তরের বাকশালপন্থী। বাহাত্তরের পরাজিত বাকশালপন্থীরা আগামী ১৩ নভেম্বর লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা দিচ্ছি, ১৩ নভেম্বর আমরা কোনো বাকশালপন্থীকে বাংলার রাজপথে নামতে দেব না। রাজপথে তাদের মোকাবেলি করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ