মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ।। ২৬ কার্তিক ১৪৩২ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭


লন্ডনে উলামা মাশায়েখের সঙ্গে খেলাফত মজলিস মহাসচিবের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকের সঙ্গে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের এক মতবিনিময় সভা সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

ইস্ট লন্ডন মসজিদের খতিব শায়েখ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলাম ইউকের সাবেক আমির বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা আবু সাঈদ, খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, সংগঠনের সাবেক সভাপতি শায়খ এ কে এম মওদুদ হাসান, শায়খ সিরাজুল হক, হেফাজতে ইসলামের সভাপতি শেখ ইমদাদুর রহমান মাদানী, মাওলানা শওকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ এর সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল করিম।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ইউকে সহসাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুজ্জামান হেলালি, ব্যারিস্টার নাজির আহমদ, সাংবাদিক কেএম আবু তাহের চৌধুরী, মাও মুমিনুল ইসলাম, ড.আহজাবুল হক, মাওলানা আনিসুর রহমান, মাওলানা হাসান আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রাজ্জাক, সাংবাদিক সাঈদ আহমদ, সাংবাদিক বদরুদ্দোজা, মাওলানা আব্দুল কাদির, আব্দুল করিম ওবায়েদ, ইমদাদুল হক, ইসবাহ উদ্দিন কামরুলসহ যুক্তরাজ্যের শ্রদ্ধাভাজন আলেম, উলামা মাশায়েখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ