বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর ওয়ার্ডে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুরগাছ মার্কার সমর্থনে রবিবার (৯ নভেম্বর) রাতে গ্রামবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
এসময় তিনি বলেন,আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি আমার উন্নয়নের ১০ দফা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলেম-উলামারা আমাকে খেজুরগাছ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। ইনশাআল্লাহ, এই প্রতীকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো এবং আলেম-উলামার খেজুরগাছ মার্কার বিজয় নিশ্চিত করবো।
তিনি আরও বলেন,আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ইসলাম ও জনগণের স্বার্থে খেজুরগাছ প্রতীকের পক্ষে কাজ করুন।
বৈঠকে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা এনাম উদ্দিন,মাওলানা আব্দুল হামিদ খান, হাফিজ মাওলানা ফরহাদ আহমদসহ এলাকার বিশিষ্ট মুরব্বি, আলেম-ওলামা, তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুরগাছ প্রতীকের প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।
এলএইস/