বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস খুলনা মহানগরী ও জেলার উদ্যোগে নির্ধারিত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) শাখা সভাপতি মুহাম্মদ যুবায়ের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।
মুহাম্মদ মেহরাম রহমান ও মুহাম্মদ আব্দুল কাইউমের যৌথ সঞ্চালনায় শিক্ষা সভার সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও পাঠাগার সম্পাদক নূর মোহাম্মদ, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক মীর খালিদ বিন রিয়াসাত, ছাত্র মজলিস গোপালগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বাগেরহাট জেলা সভাপতি আল আমিন শেখ, শ্রমিক মজলিস খুলনা মহানগর সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ শাহিন।
এছাড়াও শাখা দায়িত্বশীল মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নেহাল জমাদ্দার, জেলা অফিস ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ যুবায়ের সরদার, সিয়াম হোসেন প্রমুখ।
এনএইচ/