খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ নিজ নির্বাচনি এলাকা হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ শনিবার (৮ নভেম্বর) আজমিরীগঞ্জ বাজারে গণসংযোগ করেন।
তিনি ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান।
খেলাফত মজলিস আমির গত কয়েক দিন ধরেই নিজ এলাকা বানিয়াচং ও আজমিরীগঞ্জে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।
এলাকায় ‘বড় হুজুর’ হিসেবে পরিচিত মাওলানা আব্দুল বাছিত আজাদ বিএনপির কাছ থেকে এবার আসন ছাড় পেতে পারেন বলে গুঞ্জন ছিল। ২০১৮ সালের নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী ছিলেন। তবে এবারের নির্বাচনে বিএনপি ইতোমধ্যে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে।
তবে জামায়াতে ইসলামীসহ আট দলের যে নির্বাচনি সমঝোতার চেষ্টা চলছে সেখানে খেলাফত মজলিস রয়েছে। শেষ পর্যন্ত এই সমঝোতা ঠিক থাকলে মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বিএনপিবিরোধী বলয়ের শক্তিশালী প্রার্থী হবেন। এক্ষেত্রে বিএনপির প্রার্থীর সঙ্গে তার মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
এনএইচ/