নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবত সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। বিগত চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় করেছে জনগণ। তবে যারা বর্তমানে চাঁদাবাজি ও সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামপন্থী ও দেশপ্রেমিক দলগুলি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার এই প্রচেষ্টায় আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সমর্থন ও সহযোগিতা করবেন। আমাদের নারায়ণগঞ্জকে আমাদেরই গঠন করতে হবে। নতুন করে কোনো চাঁদাবাজ বা তাদের সমর্থিত কাউকে নারায়ণগঞ্জের জনগণ সংসদে যেতে দিবেনা ইনশাআল্লাহ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ নিজ সংসদীয় এলাকার আওতাধীন সদর থানার গোগনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সদর থানার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর কয়লাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মজলিস নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করা হয়।
এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল, বায়তুলমাল সম্পাদক জামাল উদ্দিন, গোগনগর ইউনিয়নের হাসান রানা, শ্রমিক মজলিসের আবুল বাশার গর্জী, প্রমুখ।
এনএইচ/