সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা ইকবাল ও নজরুলের দর্শন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট, দুদকের মামলা পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

জোহরান মামদানির বিজয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের শুভেচ্ছা ও অভিনন্দন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে তাঁর ঐতিহাসিক ও গৌরবময় বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে ‘জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে’। এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি ড. মাওলানা শুয়েব আহমদ এবং সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ এ অভিনন্দন জানান ।

নেতৃবৃন্দ বলেন — প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়, যা প্রমাণ করে যে বিশ্বাস, নৈতিকতা ও মানবতার মূল্যবোধ দিয়ে ভয়, বিভাজন ও স্বার্থান্ধ রাজনীতিকে অতিক্রম করা সম্ভব।

আমাদের যুগে যখন অর্থনীতি ও রাজনীতি ক্রমেই মানবিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই বিজয় এক নতুন আশা জাগায়। সীমাহীন পুঁজিবাদ ও কঠোর সমাজতন্ত্র—উভয়ই মানুষের নৈতিক ও সামাজিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। তাই প্রয়োজন এক উচ্চতর দৃষ্টিভঙ্গি, যেখানে উন্নয়ন ও ন্যায়বোধ, অগ্রগতি ও করুণা, দায়িত্ব ও সহমর্মিতা একসাথে বিকশিত হয়।

নেতৃবৃন্দ আরও বলেন — এই সাফল্য কেবল একটি রাজনৈতিক অর্জন নয়; এটি মুসলিম সম্প্রদায়ের সচেতন নাগরিক অংশগ্রহণের প্রতীক এবং ইসলাম বিদ্বেষের প্রত্যাখ্যান। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন আমরা সকলে নিজ নিজ স্থানে ন্যায়, ঐক্য ও মানবকল্যাণে কাজ করি।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শুয়েব আহমদ এবং সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ নাঈম আহমদ বলেন — আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল সংগঠক, স্বেচ্ছাসেবক ও ভোটারদের, যাদের প্রচেষ্টা এই বিজয়কে সম্ভব করেছে। আমরা আশা করি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ন্যায়, সততা ও সহানুভূতির সঙ্গে নেতৃত্ব দেবেন এবং নিউ ইয়র্ক সিটিকে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচারের আদর্শ নগরীতে রূপান্তরিত করবেন।

সবশেষে নেতৃবৃন্দ বলেন — আমরা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে দো‘আ করি, তিনি যেন মেয়র মামদানিকে সঠিক পথে পরিচালিত করেন, তাঁকে ন্যায়পরায়ণ নেতৃত্ব ও জনগণের সেবায় অবিচল থাকার তাওফিক দান করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ