সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ।। ২৫ কার্তিক ১৪৩২ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা ইকবাল ও নজরুলের দর্শন নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে মাওলানা ফখরুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি : বাণিজ্য উপদেষ্টা সৌদিতে মসজিদে হামলার পরিকল্পনার দায়ে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলামী ব্যাংকের সাড়ে ১০ হাজার কোটি টাকা লুটপাট, দুদকের মামলা পাকিস্তানে সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক, আন্দোলনের হুঁশিয়ারি বিরোধীদের সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর অনুসারীদের রোজা ও গণইফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা রোজা ও গণইফতার কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সারাদিন নফল রোজা এবং সন্ধ্যায় টাউন হল মাঠে গণইফতারের আয়োজন করা হয়।

এর আগে বুধবার (৫ নভেম্বর) নগরীতে নারী সমাবেশ থেকে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে ‘নফল রোজা’ রাখার ঘোষণা দেওয়া হয়। হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা টানা চার দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি দীর্ঘ ১৭ বছর দলের নেতাকর্মীদের সঙ্গে দিয়ে দলকে আগলে রেখেছি। চরম জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের খোঁজ নিয়েছি। বিপদে-আপদে নেতাকর্মীরা আমাকে পাশে পেয়েছে। আমার দল প্রাথমিক যে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে সেখানে আমার নাম না পেয়ে তারা কিছুটা হতাশ হয়েছেন। আমার ধারণা দলের হাইকমান্ডে আমার সম্পর্কে ভুল মেসেজ গিয়েছে। আমার নেতাকর্মীরা দলকে সেই মেসেজটি জানানোর জন্যই বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর আগে গত সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুমিল্লা-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ