কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মাদ আলীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বাজিতপুর বটতলা দলীয় কার্যালয় থেকে রিকশা মার্কার শোডাউনটি শুরু হয়ে নিকলী হয়ে হিলুচিয়া এসে শেষ হয়। শোডাউনে অংশ নেন শতাধিক মোটরসাইকেল আরোহী, যাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ আলী ও কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস বাজিতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ, নিকলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আজিজুল হক ইয়াকুবী, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা উসমান গণী, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের বাজিতপুর- নিকলী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী মাওলানা মুহাম্মাদ আলীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, খেলাফত মজলিস জনগণের কল্যাণ, ন্যায় ও নীতির রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
এমএম/
