সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

‘ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আজ সময়ের দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটিশরা দেশ ছেড়ে গেছে, কিন্তু রেখে গেছে তাদের অন্যায়ভিত্তিক ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের সংগঠন মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।

রোববার (২ নভেম্বর) ফতুল্লার মাসদাইর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও দেশ চলছে সেই সেকুলার কাঠামোয়, যেখানে জুলুম-অবিচার ও নারী নির্যাতন বেড়েই চলছে। এই অন্যায় ব্যবস্থার অবসান ঘটাতে হবে।

আনোয়ার হোসেন বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা জনগণের নয়, ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার জন্য টিকে আছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আজ সময়ের দাবি।

মাসদাইরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রিলায়েন্স হাউজিংয়ের এমডি মো. পাবেল, ব্যবসায়ী মো. সাঈদ রানা, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, সাবেক মেম্বার সানাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক ডাক্তার আল আমিন রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ