রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭


আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা জ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলজেরিয়ার ৭১তম জাতীয় দিবসে বাংলাদেশের জনগনের পক্ষ থেকে আলজেরিয় জনগনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। 

আজ ০২ নভেম্বর আলজেরিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার মাননীয় রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পৌছে দেন।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশের প্রতি আলজেরিয়ার মাননীয় রাষ্ট্রদূতের বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং দুই দেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। এবং দুইদেশের জনগনের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব সাইদানি প্রতিনিধি দলকে জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম নিয়মিতভাবে অনুসরণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলকে আলজেরিয়া দূতাবাসে বিশেষভাবে আমন্ত্রণ জানান।

ইসলামী আন্দোলন এর পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বেলাল নূর আজিজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মো. রাজন সিকদার, সদস্য সচিব, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ