খেলাফত মজলিস মনোনীত মানিকগঞ্জ -২ (সিংগাইর, হরিরামপুর ও সদর আংশিক) আসনের এমপি পদপ্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিনের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সেক্রেটারি মুফতি আবু বকর বিন আইউব, যুব মজলিস কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমেদ, খেলাফত মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মাহবুবুর রহমান, শ্রমিক মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা জাবের আল সাফা, সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন, ইসলামী যুব মজলিস মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
এনএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              