বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

১৯ দফা প্রস্তাবনা নিয়ে নির্বাচন কমিশনারকে স্মারকলিপি পেশ করেছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহস্পতিবার ৩০ অক্টোবর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও জুলাই জাতীয় সনদ ঘোষণার উপর নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠান-সহ খেলাফত মজলিসের ১৯ দফা প্রস্তাবনা নিয়ে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন বরাবর এই স্মারকলিপি জমা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল। এর আগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খন্দকার, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন, আমির আলী হাওলাদার সহ মহানগরী শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

 নির্বাচন কমিশনারকে পেশকৃত প্রস্তাবনাগুলো হলো

১. জুলাই জাতীয় সনদ- ২০২৫ বাস্তবায়ন আদেশ ঘোষণার পরপরই এ আদেশের উপর নভেম্বর ২০২৫ এর মধ্যে গণভোট আয়োজন করতে হবে।

২. গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ নং অনুচ্ছেদের সর্বশেষ সংশোধনী বহাল রাখতে হবে।

৩. নির্বাচনে পেশীশক্তি, কালো টাকার ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এ জন্যে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। রাজনৈতিক বিবেচনায় প্রদেয় অস্ত্র জমা নিতে হবে। কালো টাকার ব্যবহার রোধে নির্বাচন কমিশনের স্বতন্ত্র গোয়েন্দা নজরদারী ইউনিট গঠন করতে হবে।

৪. নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনের নিজস্ব জনবল বৃদ্ধি করতে হবে।

৫.  নির্বাচনী কাজে নিযুক্ত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা সুনিশ্চিত করতে হবে।

৬. নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার দিন থেকে মাঠে সেনাবাহিনীকে সক্রীয় ভূমিকা পালন করতে হবে। এবং নির্বাচনের কমপক্ষে এক সপ্তাহ পূর্বে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথবাহিনীর কঠোর নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে।

৭. নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণকারী ও অন্যের নির্বাচনী প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮. অনলাইনে অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের বিশেষ সেল সক্রিয় থাকতে হবে।

৯. প্রবাসী বাংলাদেশীদের পোষ্টাল ব্যালটে ভোট দান পদ্ধতিতে এনআইডি অথবা পাসপোর্টের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশনের সুযোগ দিতে হবে।

১০. দেশের ভিতরে চাকুরিজীবিদের (যেমন আর্মি, পুলিশ, বিডিআর- যারা ছুটি পান না) এবং নির্বাচনী কাজে নিযুক্ত ব্যক্তিদের পোষ্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা করা। অতিবয়স্ক ও প্রতিবন্দীদের মধ্যে যিনি ইচ্ছে করবেন তিনি পোষ্টাল ব্যালটে ভোট দিতে পারবেন- এ ব্যবস্থা করা।

১১. ভোট কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকরা যাতে অবাধে যেতে পারবেন- তা নিশ্চিত করতে হবে।

১২. নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে  হবে।

১৩. সকল ভোট কেন্দ্রের প্রতিটি বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে।

১৪. ভোট কেন্দ্রে সকল প্রার্থীর নির্বাচনী এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ

ও নিরাপদ অবস্থানের ব্যবস্থা করতে হবে।

১৫. সুস্পষ্ট ছবি সহ ভোটার তালিকা পোলিং এজেন্টদেরকে যথা সময়ে সরবরাহ করতে হবে।

১৬. আগামী নির্বাচনে পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ও অনুসারীদের অযোগ্য ঘোষণা করতে হবে।

১৭. দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

১৮. মহিলা ভোটারদের জন্য সম্পূর্ণ আলাদা ভোট কেন্দ্র থাকবে। নারী ভোট কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও এজেন্টগণ হবেন নারী।

১৯. নির্বাচনের সময়ে জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রনালয়সহ

নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বিশেষত: মাঠ পর্যায়ের প্রশাসন যারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন তাদেরকে নির্বাচন কমিশনের অধীনে থাকতে হবে। অতএব ২৪’র জুলাই গণ অভ্যুত্থাণ পরবর্তী জনপ্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য খেলাফত মজলিসের উপরোক্ত ১৯ দফা প্রস্তাব গ্রহণ ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করে কৃতার্থ করবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ