আগামী ২৫ তারিখ থেকে সারাদেশে (জেলা/মহানগরে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি দেয়া শুরু হবে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে পুনর্গঠিত বাগছাস জাতীয় সমন্বয় সভায় রাখা বক্তব্যে এসব বলেন সারজিস। এসময় তিনি বলেন, দলীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে। মাই ম্যানের পলিটিক্স করবে না এনসিপি। যোগ্য আর পার্টির ওপর বিশ্বস্তদের নেতৃত্বেই দল এগিয়ে যাবে।
সারজিস আলম আরও বলেন, যারা লোভ সংবরণ করতে পারেনি দলে তাদের দরকার নেই। আগামীতে ঠিক হতে না পারলে এনসিপি ব্যবস্থা নেবে। ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি। লড়াইটা দীর্ঘ, করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে।
আরএইচ/