সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী/ভাতা পুনঃনির্ধারণ: অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবার এক টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা এমপি প্রার্থীর! ‘দায়সারা গোছের তামাশার নির্বাচন জনগণ মেনে নেবে না’ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করার উদ্যোগ নিন আন্তর্জাতিক স্বীকৃতি পেল শায়খ আহমাদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন সমাজে নৈতিক অবক্ষয় ও তরুণ প্রজন্মের দিকভ্রান্তি দেশবাসী দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত: জামায়াত সেক্রেটারি ‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনে দেশকে আগের অবস্থায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না’ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা করতে হবে: খেলাফত মজলিস এআই (AI) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে অগ্রাধিকার এটি সময়ের দাবি

জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না: বিএনপি নেতা আলাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। ব্যক্তির নামের শেষে যে ইসলাম বলা হয় তারা মূলত সেই ইসলাম।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় চালক দলের এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। এবার দেখেছেন না জামায়াতের নেতা পূজায় গিয়ে গীতা পাঠ করেছেন। জামায়াতে ইসলাম হিন্দুদের নিয়ে একটি শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে।

বিএনপি নেতা বলেন, আপনারা দেখছেন কিছু রাজনৈতিক দল একরকম বলছে আবার কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদের স্বাক্ষর করে এসেছে। আবার তরুণদের দল এনসিপি তারা আবার বলছে জামায়াতে ইসলামী নাকি প্রতারক। আবার জামায়াতে ইসলামী বলছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়। 

আলাল বলেন, আজ ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে। দেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ এখনও বাংলাদেশে চলমান। কারণ এখনও ভাতের জন্য, খুদার জন্য, ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এদেশের মানুষ তাদের সংগ্রাম চলমান রেখেছে। 

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ চালক দল আমাদের দূর সময়ের সঙ্গী। এ চালক দল স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিংও চালাতে পারে এবং গাড়ির স্টিয়ারিংও চালাতে পারে। দুটোই তাদের পক্ষে করা সম্ভব তারা প্রমাণ করে দেখিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ