সিলেট-১ (মহানগর-সদর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী-এর নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৪১সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নগরীর জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর জমিয়তের বর্ধিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা নিজাম উদ্দিনকে আহবায়ক ও প্রিন্সিপাল মাহমুদুল হাসানকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, সিলেট-১ আসনে জমিয়তের প্রার্থী মাওলানা আব্দুল মালিক চৌধুরী দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে ইসলামী রাজনীতি ও নৈতিক সমাজব্যবস্থার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করা হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়— দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উপ-কমিটি গঠন করে মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু করা হবে।
সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কারী মুক্তার আহমদ, মাওলানা আব্দুল্লাহ নেজামী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা শামীম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন এয়ারপোর্ট, শাহপরান, জালালাবাদ, দক্ষিণ সুরমা, কোতোয়ালি, মোগলাবাজার থানা ও সদর উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবক সেলিম চৌধুরী।
যুব জমিয়ত সিলেট মহানগরীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, মুফতি আশরাফ হোসাইন ফুয়াদী, মাওলানা সায়েম আহমদ প্রমুখ।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর থেকেও উপস্থিত ছিলেন সভাপতি হাফিজ জামিল আহমদ, সহ-সভাপতি হাফিজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সাংগঠনিক সম্পাদক শাকির আলম, অর্থ সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমানসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়— মহানগর, সদর উপজেলা, যুব ও ছাত্র জমিয়তের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। বিজ্ঞপ্তি।
এনএইচ/