ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো জাহাজের একাংশে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। কার্গো ভিলেজের ওই অংশে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২৬টি ইউনিট কাজ করছে।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।
তবে আগুন লাগলেও শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মাসুদুল হাসান।
এলএইস/