শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস বিএনপি-জামায়াতের পরস্পরবিরোধী বক্তব্য কাম্য নয়: মামুনুল হক শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগত সমর্থন জানিয়েছে বিএনপি ছোট্ট যে আমলে জীবনের আগে-পরের সব গুনাহ মাফ হয়  গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানালেন এরদোয়ান অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি - ড. হেলাল উদ্দিন নিকাব নিষিদ্ধের বিল পার্লামেন্টে পাস করল পর্তুগাল, গুনতে হবে জরিমানা খুলনায় হাতপাখা মার্কা প্রার্থীর মোটরসাইকেল শোডাউন যাদের জন্য নয় সুপারফুড চিয়া সিডস  মাদরাসা ছাত্রী ধর্ষণকারীদের কঠোর শাস্তি দিতে হবে: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

সুযোগ পেলে জামায়াত শোষণ-বঞ্চনামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে: আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী সারা দেশে সৎ মানুষদের মনোয়ন দিয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত এই সৎ মানুষদের নিয়ে শোষণ-বঞ্চনামুক্ত ইনসাফভিত্তিক দেশ গড়বে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের ১১ নেতাকে বিচারের নামে হত্যার অভিযোগ করে আজাহারুল ইসলাম বলেন, গত ১৬ বছর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দেশের প্রতি ভালোবাসা নিয়ে জীবনের ভয় উপেক্ষা করে দেশেই ছিল। দলের ১১ জন নেতাকে বিচারের নামে হত্যা করা হয়েছে। আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ১৪ বছর জেলে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি। আপনাদের সামনে কথা বলছি।  

জামায়াত নেতা বলেন, আওয়ামী লীগের নতজানু সরকার কখনও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। ফলে পানি শূন্য তিস্তাপাড়ে শুধুই হাহাকার। তাদের নতজানু পররাষ্ট্রনীতি ট্রানজিটের নামে নামমাত্র মূল্যে করিডোর দিয়ে দেশের স্বার্থ এবং অর্থনীতির মারাত্মক ক্ষতি করেছে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের সব সচেতন নাগরিকদের সবসময় ঐকবদ্ধ থাকতে হবে। এ জন্য সৎ মানুষদের এগিয়ে আসতে হবে।

পথসভায় জামায়াতে ইসলামীর দামোদরপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে এদিন আরও বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলার নায়েবে আমির শাহ্ মোহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ