বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ শুধু মসজিদ-মাদরাসার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামী জ্ঞানের চর্চা, ইসলামের দিকে মানুষকে আহবান করা, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা, রাষ্ট্র পরিচালনার কাজ সবই সীরাতের অন্তর্ভুক্ত। সীরাতে নববীর অনুকরণে আমাদেরকে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে। হাফেজ্জী হুজুর রহ. এ কাজের জন্য খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকাল ৩ টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত 'রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানী জিন্দেগী' শীর্ষক সীরাত সম্মেলন ও কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদগ্ধ আলেম, লেখক ও সীরাত গবেষক মাওলানা যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েব আমীর মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, মুফতী আব্দুস সালাম, মুফতী মাহফুজ মুসলেহ, মুফতী জসিম উদ্দীন প্রমূখ৷
সম্মেলন সঞ্চালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রুহুল আমীন।
মাওলানা যাইনুল আবিদীন বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শস্বরুপ। তিনি ব্যক্তি হিসেবে যেমন ছিলেন অনুপম চরিত্র মাধুরীর অধিকারী, ঠিক তেমনি পরিবারপ্রধান, ব্যবসায়ী, রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক, সমরবিদ হিসেবেও তিনি ছিলেন অনন্য। তাঁর আদর্শের সঠিক চর্চা ও অনুসরণ না থাকার কারণে আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে অনৈক্য ও ভেদাভেদ। নববী আদর্শের আলোকে আমাদেরকে পরস্পরের প্রতি আন্তরিকতা ফিরিয়ে আনতে হবে, তাহলেই হাফেজ্জী হুজুর রহ. যে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন সেই খেলাফত কায়েমের পথ সুগম হবে।
মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, সীরাতে নববীর আদর্শ বাস্তবায়ন হলে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, পথহারা, দিশেহারা মানুষেরা পথের দিশা খুঁজে পাবে।
মাওলানা সাইদুর রহমান বলেন, মহানবীর আদর্শ চর্চা বাদ দিয়ে কোন মানুষ পরিপূর্ণ মনুষ্যত্বের অধিকারী হতে পারে না। সীরাত চর্চা কোন ঐচ্ছিক বিষয় নয়। সীরাত চর্চা, সীরাতের অনুসরণ ব্যতিরেকে কেউ খাঁটি ইমানদার হওয়া সম্ভব নয়। নববী রাজনীতির আদর্শ নমূনা ছিলেন হযরত হাফেজ্জী হুজুর রহ.
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজসেবক, সমাজ সংস্কারক। তাঁর সেবা ছিল সবার জন্য অবারিত। তাঁর সেবার আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে। প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে।
সম্মেলনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে পুরস্কারস্বরুপ সীরাতগ্রন্থ, নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এমএম/