গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, 'হয়তো কোনো দলের সঙ্গে আমাদের জোট হতে পারে। তবে আমি চাই, আমাদের দলটি যেন ইতিহাসে আনুষ্ঠানিকভাবে স্থান পায়। ছাত্র, যুবক ও তরুণদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি এই দলের সংসদে প্রতিনিধিত্ব থাকুক এটাই আমাদের লক্ষ্য।'
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, 'আমার চাচার মেয়ের জামাইয়ের বাড়ি গাজীপুরে, তাই অনেকে বলেন, ভাই আপনি এখান দিয়ে নির্বাচন করুন। আপনার এখানে ভালো ভোট আছে। আবার আমি ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি, তাই অনেকে বলেন ঢাকা-১৮ আসন দিয়ে নির্বাচন করুন। আমি বাড্ডায় থাকি, সেখানকার লোকজনও বলেন, আপনি এখান থেকে নির্বাচন করুন। এক টাকাও খরচ করতে হবে না।'
তিনি আরও বলেন, 'শহরের মানুষ চাকরি-বাকরির ব্যস্ততায় থাকে, তাই তারা ভোট দেয় যাকে চেনে, যাকে ভালোভাবে জানে। আমি আলহামদুলিল্লাহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় টেলিভিশন ও সংবাদমাধ্যমে অবস্থান নিয়েছি। তাই শহর থেকে নির্বাচন করলে আর্থিক চিন্তা করতে হয় না। জেতার সম্ভাবনাও অনেক বেশি।'
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, 'অনেক দলই বলে, আমি দাঁড়ালে তারা ওই আসনে প্রার্থী দেবে না। পটুয়াখালীতে হয়তো কোনো দলের সঙ্গে আমাদের জোট হতে পারে, তবে আমি ট্রাক মার্কা নিয়েই নির্বাচন করব।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম ও মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এনএইচ/