রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদীর শিবপুর উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন বুধবার (১৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাসেত কাসেমী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও  খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম।

বক্তব্য রাখেন নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, শিবপুর উপজেলার শাখার সহসভাপতি হাফেজ কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন রসুলপুরী,

পুটিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আলআমীন পাঠান, শিবপুর পৌরসভার সভাপতি মাওলানা মো. বাশির উদ্দিন বাশির, মাছিমপুর ইউনিয়নের আহবায়ক মাওলানা নাইমুল ইসলাম,  সাধারচর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, বাঘাব ইউনিয়নের সভাপতি  মাওলানা রফিকুল ইসলাম, আয়ুবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক  মাওলানা মোঃ হাবিবুর রহমান,চক্রধা ইউনিয়নের আহবায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মাওলানা আমির হোসাইন, জয়নগর ইউনিয়নের সভাপতি মাওলানা মো. মেজবাহ উদ্দিন, যোশর ইউনিয়নের সভাপতি মাওলানা মো. তৈয়বুর রহমান ইদ্রিস যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ