জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব জেলা সদরে এক মতবিনিময় সভা মাওলানা ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি রাশেদ ইলিয়াস।
মতবিনিময় সভায় হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলকে সভাপতি , মাওলানা মো. নুরুল আলমকে সাধারণ সম্পাদক, মুফতি রজব আলী কাসেমীকে সাংগঠনিক সম্পাদক, মুফতি রমাজান কাসেমীকে প্রচার সম্পাদক, মাওলানা ইসমাইল হোসেনকে দফতর সম্পাদক করে চাঁপাই নবাবগঞ্জ জেলা জমিয়তের কমিটি গঠন করা হয়।
এনএইচ/