রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট জাতির ম্যান্ডেট পাওয়ার একমাত্র উপায়, এবং সেই ম্যান্ডেট অর্জনের প্রক্রিয়ায় কোনো বিলম্বের সুযোগ নেই। তাই নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে, যাতে সনদটি আইনগত ভিত্তি পায়। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর প্রতিনিধিদের ‘অতি জরুরি বৈঠকে’র শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আলী রীয়াজ।

ডা. তাহের বলেন, এই কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ঘণ্টার পর ঘণ্টা নয়, দিনের পর দিন এখানে আলোচনা করেছেন। দীর্ঘ আলোচনার পর অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন, আবার অনেক বিষয়ে মতভেদ রয়ে গেছে। আমি মনে করি, ঐক্য শুধু এক মতের ভিত্তিতে নয়, বরং ভিন্ন মতও ঐক্যকে দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেসব ভিন্ন মতকেও আমরা শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, জুলাই সনদ তৈরির ক্ষেত্রে যেসব পয়েন্টে আমরা একমত হয়েছি, সেগুলো নিয়ে আমরা সনদে স্বাক্ষর করতে চাই। এই সনদে স্বাক্ষরের পর যে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কথা বলা হয়েছে, সে বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্যও প্রদান করেছি। গণভোট জাতির ম্যান্ডেট পাওয়ার একমাত্র উপায়, এবং সেই ম্যান্ডেট অর্জনের প্রক্রিয়ায় কোনো বিলম্বের সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে, যাতে সনদটি আইনগত ভিত্তি পায়। আমরা সেই ঐতিহাসিক ও শুভ মুহূর্তের অপেক্ষায় আছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ