পাকিস্তান সফররত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে অংশ নেন।
বুধবার (১৫ অক্টোবর) ইসলামী আন্দোলনের প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর মোহাম্মদ রায়হান জাভেদ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জিবরান আহমেদ, প্রাইম-মিনিস্টার দপ্তর-এর কর্মকর্তা ড. সৈয়দ জিয়া হোসেন, ড. তারেক হাসান, ইঞ্জিনিয়ার সৈয়দ মাসরুর বিল্লাহ।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রে কাজ করার আলোচনা প্রাধান্য পায়। উভয় দেশই OIC- এর সদস্য হিসেবে মুসলিম উম্মাহ্-র স্বার্থ রক্ষার জন্য একত্রে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এলএইস/