রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


ভালুকায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রিকশা মার্কার গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উলামায়ে কেরাম, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মিছিল রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

দলীয় মনোনীত প্রার্থী ও ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ মিছিলে শতাধিক মোটরবাইক, একাধিক মাইক্রোবাস ও পিকআপ যোগ দেয়। ‘রিকশা মার্কা’র জয়ধ্বনি ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্লোগানে ভালুকার রাজপথ মুখরিত হয়ে ওঠে।

মিছিলটি ভালুকা কোর্ট ভবন থেকে শুরু হয়ে ভরাডোবা, ভালুকা বাসস্ট্যান্ড, উপজেলা মোড়, পুনরায় বাসস্ট্যান্ড, সিড্সটোর, মাষ্টারবাড়ি, ভালুকা থানার মোড় ও ভালুকা বাজার প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট ভবনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

অনুষ্ঠান শেষে হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান বলেন, ভালুকা থানার সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পরিশ্রমী নেতা-কর্মী এবং ভালুকার সাধারণ জনগণের ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই ঐতিহাসিক রিকশা মার্কার গণসংযোগ মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, এই ঐক্যই হবে খেলাফত প্রতিষ্ঠার প্রেরণা।

উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা মার্কা’র পক্ষে জনমত সৃষ্টির অংশ হিসেবেই এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ