বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রিকশা মার্কার গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উলামায়ে কেরাম, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই মিছিল রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
দলীয় মনোনীত প্রার্থী ও ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ মিছিলে শতাধিক মোটরবাইক, একাধিক মাইক্রোবাস ও পিকআপ যোগ দেয়। ‘রিকশা মার্কা’র জয়ধ্বনি ও ইসলামি রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্লোগানে ভালুকার রাজপথ মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি ভালুকা কোর্ট ভবন থেকে শুরু হয়ে ভরাডোবা, ভালুকা বাসস্ট্যান্ড, উপজেলা মোড়, পুনরায় বাসস্ট্যান্ড, সিড্সটোর, মাষ্টারবাড়ি, ভালুকা থানার মোড় ও ভালুকা বাজার প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট ভবনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
অনুষ্ঠান শেষে হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান বলেন, ভালুকা থানার সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পরিশ্রমী নেতা-কর্মী এবং ভালুকার সাধারণ জনগণের ভালোবাসা ও সহযোগিতায় আজকের এই ঐতিহাসিক রিকশা মার্কার গণসংযোগ মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ, এই ঐক্যই হবে খেলাফত প্রতিষ্ঠার প্রেরণা।
উল্লেখ্য, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা মার্কা’র পক্ষে জনমত সৃষ্টির অংশ হিসেবেই এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এলএইস/