রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি শিক্ষিত, নৈতিক ও উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতির ভবিষ্যৎ নির্মাতা হিসেবে শিক্ষকগণকে যথাযথ সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রদান করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এজন্য এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি-দাওয়ার প্রতি সরকারকে দ্রুত আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই আহ্বান জানান।

নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকগণ দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি ও অধিকার নিয়ে আন্দোলন করে আসছেন। তাঁদের অধিকাংশ দাবি যেমন, ন্যায্য বেতন কাঠামো, পেনশন সুবিধা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা,এসব কোনো বিলাসিতা নয়, বরং একটি সম্মানজনক জীবনের প্রাথমিক উপাদান।

তারা বলেন,শিক্ষকরা যেন সম্মান নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন, সে ব্যবস্থা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও কার্যকর করতে হলে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও প্রণোদনা নিশ্চিত করা অপরিহার্য। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সব সময় ন্যায়, ইনসাফ ও মানবিকতার পক্ষে। আমরা আশাবাদী, সরকার এই বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করবে এবং একটি স্থায়ী সমাধানের পথে এগিয়ে যাবে।

তারা এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিদাওয়ার প্রতি সরকারকে দ্রুত আন্তরিক হওয়ার আহবান জানিয়ে আরো বলেন, আন্দোলনরত শিক্ষকদের সাথে হৃদ্যতাপূর্ণ সংলাপের মাধ্যমে একটি সমাধান বের করা এবং  শিক্ষা ব্যবস্থার ভিতকে শক্তিশালী করতে শিক্ষকবান্ধব নীতিমালা প্রণয়ন করা এই মুহূর্তে খুবই জরুরি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ